বিনোদন

দুর্দান্ত সৌদি আরবের কাছে অসহায় আর্জেন্টিনা

নভেম্বর ২৬, ২০২২ ৮:৩৬ সকাল
দুর্দান্ত সৌদি আরবের কাছে অসহায় আর্জেন্টিনা

টানা ৩৬ ম্যাচে অপরাজিত ছিল মেসিরা৷ সেই ধারায় ছেদ টেনে দিলো দ্বিতীয়ার্ধে দুর্দান্ত খেলা সৌদি আরব৷ মঙ্গলবার বিশ্বকাপে গ্রুপ সি'র ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে ফিফা ব়্যাংকিংয়ে ৫১ নম্বরে থাকা দেশটি৷

৪৮ মিনিটে আল-শেরির প্রথম গোলের পর ৫৩ মিনিটে পেনাল্টি এরিয়া থেকে অসাধারণ গোল করেন আল-দোসারি৷ আর্জেন্টিনার দুজন ডিফেন্ডারকে দারুণ কৌশলে পেছনে ফেলে ঘুরে দাঁড়িয়ে আরও একজনকে বোকা বানিয়ে নেয়া আল-ডোসারির শটটি গোলরক্ষক মার্তিনেজের হাত ছুঁয়ে গোল হয়ে যায়৷

তবে দশ মিনিটের সময় পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন মেসি৷ এর মাধ্যম আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ চারটি বিশ্বকাপে গোল করার রেকর্ড করেন তিনি৷ সব মিলিয়ে পঞ্চম ফুটবলার হিসেবে চারটি আলাদা বিশ্বকাপে গোল করলেন মেসি৷ এর আগে পেলে, উয়ে সিলার, মিরোস্লাভ ক্লোসা ও ক্রিস্টিয়ানো রোনালদো এই কীর্তি গড়েছিলেন৷

প্রথমার্ধে অফসাইডের কারণে মেসির একটি ও লাওতারো মার্তিনেজের দুটি গোল বাতিল হয়ে যায়৷ পুরো খেলায় মোট ১০ বার অফসাইড হয় আলবিসেলেস্তেরা৷

দুই গোলে পিছিয়ে থাকার পর বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল আর্জেন্টিনা৷ তবে সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইজ ও রক্ষণভাগের দক্ষতায় সফলতা পায়নি তারা৷ ফলে ম্যাচের ৭০ শতাংশ সময় খেলা নিয়ন্ত্রণে রেখেও হার নিয়ে মাঠ ছাড়তে হয় মেসিদের৷

দুই গোলে এগিয়ে যাওয়ার পর সৌদি দর্শকদের ধ্বনিতে স্টেডিয়াম কম্পিত হয়ে ওঠে৷ এরপর গোলরক্ষকের প্রতিটি সেভের সময় তারা আরও উচ্ছ্বসিত হয়ে ওঠে৷ মেসিকে গোলে শট নেয়া থেকে রুখতে সমর্থ হওয়ার পর হাসান আল-তামবাক্তির প্রতিক্রিয়া দর্শকদের আরও উত্তেজিত করে তোলে৷