যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে সমকামী বিয়ে রক্ষায় বিল পাস

ডিসেম্বর ১০, ২০২২ ৪:০৬ দুপুর
যুক্তরাষ্ট্রে সমকামী বিয়ে রক্ষায় বিল পাস

ওয়াশিংটন ডিসি: মার্কিন প্রতিনিধি পরিষদে সমকামী বিয়ে রক্ষায় বিল পাস হয়েছে। বিলটি ২৫৮-১৬৯ ভোটে পাস হয়। রিপাবলিকানদের ১৬৯ জন এই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন। আইনটি অনুমোদনের জন্য এখন প্রেসিডেন্ট জো বাইডেনের টেবিলে যাবে। তিনি স্বাক্ষর করলে আইনটি বৈধতা পাবে এবং সমকামী বিয়ের স্বীকৃতি মিলবে। বিলটিতে বেশ কয়েকটি ধর্মীয় গ্রুপ সমর্থন দিয়েছে। তাদের মধ্যে এলজিবিটি আইনজীবীরা রয়েছেন। তাছাড়া চার্চ অব জেসাস ক্রাইস্ট অব লেটার ডে সেন্টসহ কয়েকটি সংস্থা তা সমর্থন করেছে। যদিও আমেরিকান অনেক ধর্মীয় রক্ষণশীল এই আইনকে ঘৃণা করেন। তারা আইনটিকে বাইবেলের নির্দেশনার বিপরীত বলে মনে করেন।

এই বিলটি আইনে পরিণত হলে মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯৯৬ সালের ডিফেন্স অব ম্যারেজ অ্যাক্ট নামে একটি আইন বাতিল হয়ে যাবে। এই অ্যাক্টে সমকামী বিয়েকে স্বীকৃতি দেওয়া হয়নি। নতুন আইনটি ফেডারেল সরকার এবং রাজ্যগুলোকে সমকামী ও আন্তর্জাতিক বিয়েকে স্বীকৃতি দেবে। তবে কেউ যদি সমকামী বিয়ে করতে না চায়, কিংবা এর বিরুদ্ধে মতপ্রকাশ করে, তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হবে না।

ভোটের আগে হাউস স্পিকার ন্যান্সি পেলোসি মার্কিন যুক্তরাষ্ট্রে এলজিবিটি অধিকারের ওপর হামলার নিন্দা জানিয়েছেন। তাছাড়া এলজিবিটি অধিকারের বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদেরও নিন্দা করেন। রিপাবলিকান প্রতিনিধি জিম জর্দান বলেন, বিলটি বিপজ্জনক এবং দেশকে ভুল পথে নিয়ে যাচ্ছে। আশা করি যুক্তরাষ্ট্র সঠিক পথ বেছে নেবে। সিনেটের বেশিরভাগ রিপাবলিকান এই আইনের বিরোধিতা করেছিল।তবে সুপ্রিম কোর্টে বিলটির স্বীকৃতি নাও আসতে পারে বলে আশঙ্কা রয়েছে। এটা হলে দেশব্যাপী সমকামী বিবাহ বিপন্ন হতে পারে। এর আগে সুপ্রিম কোর্ট ১৯৭৩ সালের গর্ভপাত আইনে অস্বীকৃতি জানিয়েছিল। মার্কিন আদমশুমারি ব্যুরো অনুসারে, যুক্তরাষ্ট্রে ৫ লাখ ৬৮ হাজার বিবাহিত সমকামী দম্পতি রয়েছে। রয়টার্স।