যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক স্থগিত করলো ইইউ
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক ডজন দেশের উপর আরোপিত উচ্চ শুল্ক সাময়িকভাবে কমানোর পর ইউরোপীয় ইউনিয়ন মার্কিন শুল্কের বিরুদ্ধে তাদের প্রথম পাল্টা ব্যবস্থা স্থগিত করবে। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লেইন বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
ট্রাম্পের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় আগামী মঙ্গলবার থেকে মার্কিন আমদানির প্রায় ২১ বিলিয়ন ইউরো (২৩ দশমিক ২৫ বিলিয়ন ডলার) এর উপর পাল্টা শুল্ক আরোপ শুরু করার কথা ছিল ইউরোপীয় ইউনিয়নের। তবে রপ্তানি করা গাড়ির শুল্ক এবং এখনো বহাল থাকা বৃহত্তর ১০ শতাংশ শুল্কের প্রতি কীভাবে প্রতিক্রিয়া জানানো হবে তা এখনো মূল্যায়ন করছে এই ব্লক।
ভন ডের লেইন এক্স-এ লিখেছেন, “আমরা আলোচনার সুযোগ দিতে চাই। আমাদের সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে জোরালো সমর্থন পাওয়া ইইউ পাল্টা ব্যবস্থা গ্রহণের বিষয়টি আমরা ৯০ দিনের জন্য স্থগিত রাখব।”
বুধবার (০৯ এপ্রিল)ট্রাম্প আকস্মিভাবে বেশিরভাগ নতুন উচ্চ শুল্ক স্থগিত করার ফলে বিপর্যস্ত বিশ্ব বাজার এবং উদ্বিগ্ন বিশ্ব নেতাদের স্বস্তি মিলেছে।
ইইউ-র সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প : বৃহস্পতিবার ইইউ জানিয়েছে, মার্কিন শুল্কের পাল্টা হিসাবে তারা যে শুল্ক চালুর সিদ্ধান্ত নিয়েছিল, তা স্থগিত থাকছে। ট্রাম্পের শুল্ক স্থগিত রাখার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। তারাও আলোচনা করে সমস্যা সমাধানের পথ খোলা রাখছে।
ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেছেন, ''আমরা আলোচনার সুযোগ দিতে চাই। যদি আলোচনায় ফল না হয়, তা হলে আমাদের পাল্টা ব্যবস্থার সিদ্ধান্তও নেয়া আছে।''
এরপর ট্রাম্প বলেছেন, ''ইইউ খুব স্মার্ট। ওরা প্রত্যাঘাত করতে তৈরি ছিল। কিন্তু আমরা চীনের প্রতি কী ব্যবস্থা নিয়েছি তা শোনার পর ওরা বলছে, ওরা একটু পিছিয়ে যাচ্ছে।''

