আর্ন্তজাতিক

চীনে জিরো কোভিড নীতির প্রতিবাদে রাস্তায় মানুষ

নভেম্বর ১৯, ২০২২ ৭:৩৭ বিকাল
চীনে জিরো কোভিড নীতির প্রতিবাদে রাস্তায় মানুষ

চীনে বাড়ছে কোভিড-১৯ সংক্রমন। সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে সরকারের কড়াকড়ি। লকডাউনে রীতিমতো থমকে আছে দেশের বড় শহরগুলো। এ নিয়ে জনগণের অসন্তোষের শেষ নেই। কিন্তু তাতেও ভ্রুক্ষেপ নেই চীন সরকারের। ফলে প্রতিবাদে শেষ পর্যন্ত রাস্তায় নেমেছে জনগণ। চীনের জন্য এই দৃশ্য অত্যন্ত বিরল। তবে সেটিই হচ্ছে শেষ পর্যন্ত। ব্যারিকেড সরিয়ে রাস্তায় বিক্ষোভ করছে চীনারা। ডয়চে ভেলের খবরে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই জিরো কোভিড নীতি নিয়ে চলছে চীন। কোনো জায়গায় করোনা বাড়লেই, সেই শহর বা জেলায় সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়।

যেমন এখন হয়েছে গুয়ানঝাউতে। সোমবার চীনে প্রায় ১৮ হাজার মানুষের কোভিড শনাক্ত হয়।  তার মধ্যে পাঁচ হাজারই গুয়ানঝাউতে। এর ফলে গোটা গুয়ানঝাউতে প্রবল কড়াকড়ি শুরু হয়েছে। গত অক্টোবরেও এখানে লকডাউন ঘোষণা করা হয়েছিল। ফলে সেখানে মানুষের অর্থনৈতিক কার্যক্রম থমকে আছে। যাদের আয় কম তারা বিপাকে পড়েছে। 

মানুষ এখন গুয়ানঝাউতে রাস্তায় নেমে ব্যারিকেড সরিয়ে দিয়ে শহরের কেন্দ্রে গিয়ে প্রতিবাদ জানাচ্ছে। হামলা হয় পুলিশের বিরুদ্ধেও। হাইঝু জেলায় একটি পুলিশের গাড়ি উল্টে দেয়া হয়। চীনে এমন ঘটনা বেশ বিরল। গোটা বিশ্বের কোভিড পরিস্থিতি এখন ভালোর দিকে। কড়াকড়ি চোখে পড়ে না আর খুব একটা। অথচ চীনে এখনো জিরো কোভিড নীতি নিয়ে চলছে। নিয়মিত মানুষকে গণহারে করোনা পরীক্ষা করা হয়। করোনা ধরা পড়লে সঙ্গে সঙ্গে কোয়ারেন্টিনে পাঠানো হয়। কারা তার সংস্পর্শে এসেছেন তা খুঁজে বের করা হয়। তাদেরও কোয়ারেন্টিন করতে হয়।

দেশটির সরকার বারবার জানিয়েছে, জিরো কোভিড নীতি চালু থাকবে। কিন্তু এই নীতির ফলে শ্রমিকরা প্রবল আর্থিক অসুবিধায় পড়েন। সেজন্যই তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন বলে মনে করা হচ্ছে।