বিনোদন
পাঁচ গোলের শ্বাসরুদ্ধকর ম্যাচে পর্তুগালের নাটকীয় জয়
একচেটিয়া, একতরফা, একঘেয়ে প্রথমার্ধ শেষে পর্তুগাল-ঘানা ম্যাচ যারা দেখেননি ভীষণ মিস করেছেন তারা৷ ২৪ মিনিটে পাঁচ গোলের নাটকীয়তা মিস করেছেন, মিস করেছেন ক্রিস্টিয়ানো রোনালডোদের ৩-২ গোলে জয়ের উল্লাস৷
প্রথমার্ধে যেন একটা দল খেলছিল আর অন্য দল হার এড়াতে লড়ছিল৷ বলা বাহুল্য প্রথম দলটি ফিফা র্যাংকিংয়ে ৯ নম্বরে থাকা পর্তুগাল৷ কিন্তু দোহার স্টেডিয়াম ৯৭৪-এ দ্বিতীয়ার্ধে হঠাৎ যেন বদলে গেল ৬১ নাম্বার র্যাংকিংয়ের দল ঘানা৷ আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠলো ম্যাচ৷ ম্যাচের গোল খরা কাটান ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ ৬৫ মিনিটে পেনাল্টি থেকে করা সেই গোলের পর গোল হয়েছে একের পর এক৷ ৬৫ থেকে ৮৯ মিনিটের মধ্যে পাঁচ গোল!
আন্দ্রে আইয়ু ৭৩ মিনিটে সমতা ফেরানোর তিন মিনিটের মধ্যে দুটি গোল করে দলকে ৩-১-এ নিয়ে যান জোয়াও ফেলিক্স ও রাফায়েল লেয়াও। ৮৯তম মিনিটে বুকারি ব্যবধান কমানোর শেষ মিনিটে পর্তুগালের রক্ষণভাগের ভুলে আবার সমতা ফেরানোর সুযোগ পেলেও তা কাজে না লাগানোয় হার দিয়েই বিশ্বকাপ শুরু করতে হয় ঘানাকে৷

