আর্ন্তজাতিক

অভিবাসীদের জন্য রোমানিয়ায় খুলছে দুয়ার

ডিসেম্বর ০৯, ২০২২ ৭:২৭ সকাল
অভিবাসীদের জন্য রোমানিয়ায় খুলছে দুয়ার

ঢাকা: ২০২৩ সালে সারা বিশ্ব থেকে এক লাখ কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রোমানিয়ান সরকার। ফলে দেশটিতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গত ৬ ডিসেম্বর মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য দেন ড. মোমেন।

রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলীর বরাত দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা আমাদের জন্য একটা সুখবর। রোমানিয়ার নির্মাণ খাতে বাংলাদেশি কর্মীদের চাহিদা আছে।’

কয়েক বছর ধরেই রোমানিয়ায় পাড়ি জমাচ্ছে বাংলাদেশিরা। তবে বাংলাদেশে রোমানিয়ার কোনো মিশন নেই। দেশটি ভারত থেকে বাংলাদেশের কার্যক্রম দেখভাল করে। চলতি বছরের এপ্রিলের মাঝামাঝিতে দেশটি ৩ মাসের জন্য ঢাকায় ছয় সদস্যের কনস্যুলার টিম পাঠায়। তারা ঢাকা থেকে বাংলাদেশিদের কনস্যুলার সেবা দেয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, দেশটি তিন মাসে ঢাকায় ৩ হাজার ৪০০ পেন্ডিং ভিসাসহ প্রায় ৫ হাজার ভিসা ইস্যু করেছে। আগামী বছর বাংলাদেশি কর্মী নিতে দেশটির কনস্যুলার টিম আবার ঢাকায় এসে সেবা দেবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।