যুক্তরাষ্ট্র
প্রাণঘাতী রোবট ব্যবহারের অনুমতি পেল সানফ্রান্সিসকোর পুলিশ
সানফ্রান্সিসকোতে বিভিন্ন অভিযানে প্রাণঘাতী রোবট ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। অঙ্গরাজ্যটির রুলিং বোর্ড অব সুপারভাইজর্স এ-সংক্রান্ত অনুমোদন দেয়। বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এমনটা জানা যায়।
এ অনুমোদনের ফলে বিভিন্ন চরম অস্থিতিশীল পরিস্থিতিতে বিস্ফোরক বহনকারী রোবট দ্বারা অভিযান পরিচালনা করতে পারবে রাজ্যটির পুলিশ বাহিনী। তবে সানফ্রান্সিসকো পুলিশ বিভাগ জানায়, এ মুহূর্তে তারা কোনো প্রাণঘাতী অস্ত্র বহনকারী রোবট ব্যবহার করছে না।
পুলিশ বিভাগ জানায়, ভবিষ্যতে প্রাণঘাতী অস্ত্র বহনকারী রোবট ব্যবহার করত দেখা যেতে পারে। সানফ্রান্সিসকো পুলিশের এক মুখপাত্র জানান, কোনো সহিংস, সশস্ত্র বা বিপজ্জনক বস্তুসংবলিত সুরক্ষিত কাঠামো ভেদ করার জন্য এসব রোবট বিস্ফোরক দ্বারা সজ্জিত করা হবে। এ ছাড়া যেসব ব্যক্তি অন্য কারও জীবনের জন্য হুমকি তৈরি করতে পারেন এমন কারও ক্ষেত্রেও এ ধরনের রোবট ব্যবহার করা হতে পারে।
তবে এ ধরনের প্রাণঘাতী রোবট ব্যবহারের পরামর্শদাতারা বলছেন, শুধু চরম পরিস্থিতিতেই এসব রোবট ব্যবহার করা যাবে। সাধারণ পরিস্থিতিতে এগুলো ব্যবহারযোগ্য নয়। সমালোচকরা বলছেন, এ ধরনের পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কর্তৃপক্ষ পুলিশ বিভাগকে আরও সামরিকীকরণ করছে।
বুধবার একটি সংশোধনীর মাধ্যমে এ ধরনের রোবট ব্যবহারের নীতিমালা পাস করা হয়। এতে বলা হয়, কোনো চূড়ান্ত সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সম্ভাব্য সব উপায় ব্যর্থ হওয়ার পর বিকল্প পদ্ধতি হিসেবে এ ধরনের প্রাণঘাতী রোবট ব্যবহার করা যাবে।

