যুক্তরাষ্ট্র

আশ্রয়প্রার্থীর ঢল বাড়ায় যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে উত্তেজনা

ডিসেম্বর ২৪, ২০২২ ১২:১৮ দুপুর
আশ্রয়প্রার্থীর ঢল বাড়ায় যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে উত্তেজনা

এল পাসো, টেক্সাস:  আশ্রয়প্রার্থীদের ওপর বিধিনিষেধের কারণে মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে উত্তেজনা বেড়েছে। আজ বুধবার (২১ ডিসেম্বর) সীমান্তে হাজার হাজার আশ্রয়প্রার্থী ভিড় করেছেন। এর আগে মার্কিন সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল, বড়দিনের আগে যেন আশ্রয়প্রার্থীদের ওপর থেকে বিধিনিষেধ তুলে না নেয়া হয়।

এছাড়া সুপ্রিম কোর্টে লিখিত আবেদনে জানানো হয়েছিল, অভিবাসনপ্রত্যাশীরা আইন প্রয়োগকারী সংস্থা ও জনস্বাস্থ্য পরিষেবার ওপর প্রভাব ফেলবে। এর ফলে দক্ষিণ সীমান্তে একটি ‘মারাত্মক বিপর্যয়’ দেখা দিতে পারে।

আদালতের আদেশ আমলে নিয়ে সীমান্ত নিরাপত্তা প্রয়োগকারী সংস্থা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বলেছে, ‘টাইটেল ফোরটি টু’র জনস্বাস্থ্যের আদেশ উঠে গেলে নিরাপদ, সুশৃঙ্খল ও মানবিক উপায়ে সীমান্ত পরিচালনার প্রস্তুতি চালিয়ে যাবে।

আমেরিকান ও আন্তর্জাতিক আইনের আওতায় ২০২০ সালের মার্চ থেকে অভিবাসনপ্রার্থীদের ২৫ লাখ বার দেশটিতে আশ্রয় চাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এর কারণ হিসেবে টাইটেল ফোরটি টু নামের একটি গণস্বাস্থ্য আইনের অধীনে কভিড-১৯ সংক্রমণ প্রতিরোধের কথা বলা হয়েছে।

গত সোমবার (১৯ ডিসেম্বর) এল পাসোতে ডেমোক্রেটিক মেয়র অস্কার লিসার বলেন, সিউদাদ হুয়ারেজের সীমান্তের ওপারের আশ্রয়কেন্দ্রগুলোতে প্রায় ২০ হাজার অভিবাসন-প্রার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য প্রস্তুত।

বাইডেন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ সীমান্তে আরো টহল, নজরদারি ও বন্দরগুলোতে নিরাপত্তা বাড়ানোয় মনোযোগ দেয়া হয়েছে। বর্তমানে দক্ষিণ সীমান্তে প্রায় ২৩ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।খবর এপি ও ভয়েস অব আমেরিকা।