বিনোদন
এটাই সবচেয়ে বড় আপসেট- গ্রেসনোট
ডাটা কোম্পানি নিলসেন গ্রেসনোট বলছে, সৌদি আরবের জয় বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় আপসেট৷ এর আগের আপসেটটি ছিল ১৯৫০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয়৷ ব়্যাংকিং সিস্টেম এবং জটিল ফর্মুলা ব্যবহার করে গ্রেসনোট বলছে, মেসিদের বিরুদ্ধে সৌদি আরবের জেতার সুযোগ ছিল মাত্র ৮.৭ শতাংশ৷ আর ১৯৫০ সালে যুক্তরাষ্ট্রের জয়ের সম্ভাবনা ছিল ৯.৫ শতাংশ৷
খেলা শেষে মেসি বলেন, ‘‘এটি অনেক বড় এক ধাক্কা, এমন পরাজয় ব্যাথা দেয়, তবে আমাদের নিজেদের উপর আস্থা রাখতে হবে৷’’ তবে তারা সহজে হাল ছেড়ে দেবেন না বলেও জানান তিনি৷ মেক্সিকোর বিরুদ্ধে আমরা জেতার চেষ্টা করবো,’’ বলেন তিনি৷
ইংলিশ কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার মনে করছেন এটি বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা আপসেট৷
সৌদি গোলরক্ষকের প্রশংসা করে দেশটির ক্রীড়ামন্ত্রী আব্দালআজিজ বিন তুর্কি আল-ফয়সাল টুইটারে লিখেছেন, ‘‘হাজার হাজার অভিনন্দন, নায়কেরা৷’’ সৌদি আরবের কাছে না হারলে ইটালির রেকর্ড ছুঁতে পারতো আর্জেন্টিনা৷

