যুক্তরাষ্ট্র
২০২৪ সালে ফের প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা ট্রাম্পের
অবশেষে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্প। গত ১৫ নভেম্বর মঙ্গলবার রাতে ফ্লোরিডার মার-এ-লাগো থেকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। তার এ ঘোষণা এমন এক সময় এলো, যখন দেশটির মধ্যবর্তী নির্বাচনে আশানুরূপ ফল অর্জন না করায় নিজ দলের
ভেতরেই তিনি প্রবল সমালোচনার সম্মুখীন হচ্ছেন। এদিকে ট্রাম্পের এ ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে যুক্তরাষ্ট্রকে ডুবিয়েছিলেন। ইন্দোনেশিয়ার বালিতে থাকা অবস্থায় এক টুইটার পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
যুক্তরাষ্ট্রের টিভিগুলোতে সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, ট্রাম্প তার কয়েকশ সমর্থকের সামনে একটি বলরুমে বক্তব্য দেন। তিনি তাদের উদ্দেশে বলেন, যুক্তরাষ্ট্রকে আবারও ‘গ্রেট আমেরিকায়’ পরিণত করতে আমি ফের যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা দিচ্ছি। আমি আবারও প্রতিদ্বন্দ্বিতা করছি। কারণ, আমার বিশ্বাস বিশ্ব যুক্তরাষ্ট্রের সত্যিকারের মহিমা এখনো দেখেনি। আমরা আবারও যুক্তরাষ্ট্রকে উপরের দিকে আনব। এ সময় ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী সাবেক ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পসহ রিপাবলিকান পার্টির অনেক নেতা উপিস্থিত ছিলেন। এ বক্তব্য দেওয়ার কিছুক্ষণ আগেই প্রেসিডেন্ট পদের প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় নির্বাচন কমিশনে তিনি এ-সংক্রান্ত কাগজপত্র জমা দেন। সেসঙ্গে তিনি তহবিল সংগ্রহের একটি অ্যাকাউন্টও চালু করেন।
ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছিন, মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পরপরই তিনি এ ঘোষণা দেবেন। কিন্তু এ নির্বাচনে আশানুরূপ ফল অর্জন না করায় স্বীয় দলের মধ্যে প্রবল সমালোচনার সম্মুখীন হন তিনি। অনেকেই তাকে পরামর্শ দিয়েছিলেন, এ ঘোষণা যেন পিছিয়ে দেওয়া হয়। দল আশানুরূপ ফল অর্জন না করায় সরাসরি ট্রাম্পকেই দায়ী করেন রিপাবলিকান পার্টির অনেক সিনিয়র নেতা। কিন্তু সেসব সমালোচনা ও পরামর্শ উপেক্ষা করে অনেকটা তড়িঘড়ি করেই তিনি এ ঘোষণা দিলেন। মধ্যবর্তী নির্বাচনে শুরুর দিকে এগিয়ে থাকলেও পরে নেভাদায় ডেমোক্র্যাট প্রার্থীর জয়ের মধ্য দিয়ে সিনেটের নিয়ন্ত্রণ হারায় রিপাবলিকান পার্টি। আর প্রতিনিধি পরিষদেও রিপাবলিকানরা শুরুতে বেশ ভালো ব্যবধানে এগিয়ে থাকলেও পরে ডেমোক্র্যাটরা ব্যবধান কমিয়ে ফেলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো কোনো দলই হাউসের নিয়ন্ত্রণ পাওয়ার জন্য ম্যাজিক ফিগার ২১৮তে পৌঁছাতে পারেনি। এ ধরনের এক পরিস্থিতিতে ট্রাম্পের এ তড়িঘড়ি ঘোষণায় খোদ নিজ দলের ভেতরেই বিতর্কের সৃষ্টি হয়েছে।
এদিকে তার এ ঘোষণার প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে যুক্তরাষ্ট্রকে ডুবিয়েছিলেন। ইন্দোনেশিয়ার বালিতে অবস্থানরত বাইডেন বুধবার (১৬ নভেম্বর) ট্রাম্পের ঘোষণার বিষয়ে টুইটার পোস্টে একটি ভিডিও যোগ করেন। ভিডিওতে বলা হয়, ট্রাম্প দেশের অর্থনীতি ধনীদের পক্ষে রাখার কূটকৌশলে নেতৃত্ব দিয়েছিলেন। স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর আক্রমণ করেছিলেন। উগ্রপন্থিদের পৃষ্ঠপোষকতা দিয়েছেন। নারী অধিকার ক্ষুণ্ন করেছেন। ২০২০ সালের নির্বাচনের ফল পাল্টে দিতে সহিংসতায় উসকানি দিয়েছিলেন।
উল্লেখ্য, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাইডেনের কাছে পরাজিত হন ট্রাম্প। কিন্তু ট্রাম্প নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তোলেন। তিনি এখন পর্যন্ত পরাজয় স্বীকার করেননি। হোয়াইট হাউস ছাড়ার পর ট্রাম্প অনেকবার বাইডেনকে আক্রমণ করেন। বাইডেনকে ব্যর্থ, রাষ্ট্রের শত্রু হিসেবেও অভিহিত করেন তিনি। সূত্র বিবিসি।

