যুক্তরাষ্ট্র

ইউক্রেন-রাশিয়া ইস্যু

পুতিন চাইলে কথা বলতে প্রস্তুত বাইডেন

ডিসেম্বর ০৩, ২০২২ ১০:১১ দুপুর
পুতিন চাইলে কথা বলতে প্রস্তুত বাইডেন

ওয়াশিংটন ডিসি: ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলতে প্রস্তত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গত ১লা ডিসেম্বর বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর আলোচনার পর হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

বাইডেন জানান, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শিগগিরই যোগাযোগের কোনো পরিকল্পনা নেই। তবে রুশ প্রেসিডেন্ট যুদ্ধ শেষ করতে আগ্রহী হলে এবং শুধুমাত্র ন্যাটো মিত্রদের পরামর্শে পুতিনের সঙ্গে কথা বলতে প্রস্তুত তিনি। তিনি বলেন, ‘আমি পুতিনের সঙ্গে কথা বলতে প্রস্তুত। তার যুদ্ধ শেষ করার আগ্রহ থাকলে আমি তার সঙ্গে যোগাযোগ করব। কিন্তু তিনি এখনো এই বিষয়ে আগ্রহ দেখাননি।’

একই সংবাদ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেন, ‘আমরা কখনোই ইউক্রেনীয়দের এমন কোনো সমঝোতার জন্য আহ্বান জানাবো না, যা তাদের জন্য গ্রহণযোগ্য হবে না।’

তিনি বলেন, ‘শান্তি আলোচনার জন্য ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির ইচ্ছা ছিল। আমার মনে হয়, আমাদের ইউক্রেনের সঙ্গে কাজ করা উচিৎ।’