যুক্তরাষ্ট্র

বাংলাদেশে সুষ্ঠ ফেয়ার নির্বাচনে বাধা দানকারীদেরজন্য যুক্তরাষ্ট্রের ভিসা বিধা বিধি নিষেধ জারী।

মে ২৫, ২০২৩ ৯:৫৪ সকাল
বাংলাদেশে সুষ্ঠ ফেয়ার নির্বাচনে বাধা দানকারীদেরজন্য যুক্তরাষ্ট্রের ভিসা বিধা বিধি নিষেধ জারী।

যুক্তরাষ্ট্রের সেক্রেটারী অফ স্টেট অ্যান্থনী ব্লিনকেন বাংলাদেশে সুষ্ঠ ও  “ফেয়ার” নির্বাচনে বাধা দানকারীদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বিধা বিধি নিষেধ জারী । 

আজ এক টুইট বার্তায় এ ঘোষণা দেন ব্লিনকেন। গত বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্র বাংলাদেশেসুষ্ঠ ও  “ফেয়ার” নির্বাচনের ব্যাপারে প্রকাশ্যে অপ্রকাশ্যে চাপ সৃষ্টির সর্বশেষ পদক্ষেপ হচ্ছেসেক্রেটারী অফ স্টেট অ্যান্থনী ব্লিনকেন এর ঘোষণা।