যুক্তরাষ্ট্র
নতুন পারমাণবিক বোমারু বিমান উন্মোচন করল যুক্তরাষ্ট্র
নতুন প্রজন্মের উচ্চ প্রযুক্তিসম্পন্ন কৌশলগত পারমাণবিক বোমারু বিমান উন্মোচন করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার বি-২১ রাইডার নামে এ বোমারু বিমানটি উন্মোচন করে ইউএস বিমান বাহিনী ও নির্মাতা প্রতিষ্ঠান নর্থরপ গ্রুম্যান।
নতুন এ বিমানটি তার ককপিটে পাইলটসহ এবং পাইলট ছাড়াও উড়তে পারবে। এ ছাড়াও প্রথাগত বোমার পাশাপাশি পারমাণবিক বোমা বহন করতে পারবে এ বোমারু বিমান। তবে পাইলট ছাড়া এ বিমান আকাশে উড্ডয়ন করার কোনো সম্ভাবনা নেই বলেও জানায় মার্কিন বিমান বাহিনী।জানা যায়, অন্তত ১০০টি বি-২১ বোমারু বিমান কেনার পরিকল্পনা করেছে মার্কিন বিমান বাহিনী। যার প্রতিটি বিমানের দাম পড়বে ৭০ কোটি ইউএস ডলার। নর্থরপ গ্রুম্যানের মুখপাত্র এমনটা জানান।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং তাইওয়ান প্রণালিতে উত্তেজনার মধ্যেই নতুন এ বোমারু বিমানের উন্মোচন করে যুক্তরাষ্ট্র। অন্যদিকে মস্কো এবং বেইজিং বর্তমানে কৌশলগত স্টিলথ বোমারু বিমান তৈরি করছে।
চীনের তৈরি জিয়ান এইচ-২০ এবং রাশিয়ার পারমাণবিক সক্ষমতাসম্পন্ন টুপোলেভ পাক দ্য যুক্তরাষ্ট্রের বি-২১ বোমারু বিমানের সঙ্গে পাল্লা দিতে সক্ষম বলে মনে করা হচ্ছে।

