অর্থনীতি

এখন থেকে টাকায় ঋণ নিতে পারবে বাংলাদেশের বিদেশি প্রতিষ্ঠান

ডিসেম্বর ০৩, ২০২২ ১:৪৫ দুপুর
এখন থেকে টাকায় ঋণ নিতে পারবে বাংলাদেশের বিদেশি প্রতিষ্ঠান

ঢাকা: অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত বিদেশি প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য বিপণনে ব্যাংক ব্যবস্থা থেকে টাকায় ঋণ নিতে পারবে।  গত ২৮ নভেম্বর সোমবার বাংলাদেশ ব্যাংক এমন সুবিধা দিয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, শুধু বাংলাদেশের বাজারে যেসব কোম্পানি পণ্য বিপণন করছে এবং যাদের কোনো ধরনের বৈদেশিক মুদ্রায় আয়ের উৎস নেই এমন সব কোম্পানিই এই ঋণ সুবিধা পাবে।

এর আগে ২০২০ সালে এসব প্রতিষ্ঠানকে টাকায় ব্যাংক হিসাব খুলে লেনদেনের সুযোগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। অর্থনৈতিক অঞ্চলের ‘অভ্যন্তরীণ প্রক্রিয়াকরণ এলাকায়’ স্থাপিত শতভাগ বিদেশি মালিকানাধীন এবং দেশি-বিদেশি যৌথ উদ্যোগের কোম্পানিগুলোর চলতি মূলধন চাহিদা মেটাতে এ সুবিধা দেওয়া হলো।

অর্থনৈতিক অঞ্চলগুলোতে শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারের চাহিদা মেটাতে পণ্য উৎপাদনের জন্য পৃথক একটি শিল্প এলাকা নির্ধারণ করা আছে, যা ‘অভ্যন্তরীণ প্রক্রিয়াকরণ এলাকা’ হিসেবে নামকরণ করা হয়েছে। এসব অঞ্চলে প্রতিষ্ঠিত শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য রপ্তানির সুযোগ নেই। এখানে দেশি, বিদেশি, সরকারি মালিকানার প্রতিষ্ঠানগুলোও বিনিয়োগ করতে পারে। এর মধ্যে টাইপ ‘এ’ ক্যাটাগরি হচ্ছে সম্পূর্ণ বিদেশি মালিকানার প্রতিষ্ঠান আর টাইপ ‘বি’ ক্যাটাগরি হচ্ছে দেশি-বিদেশি উদ্যোক্তাদের যৌথ অংশীদারিত্বের শিল্পপ্রতিষ্ঠান। এরই মধ্যে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ সারা দেশের বিভিন্ন জেলায় ৯৭টি অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দিয়েছে। এর মধ্যে ২৭টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ চলছে।